ব্যাথা তো কমছে না
এক সহজ সরল লোক রাস্তার ধারে একটি ইটে মলম লাগাচ্ছে
পথচারীঃ কি ব্যাপার! ইটে মলম লাগাচ্ছ কেন?
সরল লোকঃ ডাক্তার সাব বলেছে আমি যেখানে ব্যাথা পাইছি সেইখানে এই মলমটা মাখতে । আমি এই ইটটাতেই ব্যাথা পাইছিলাম, তাই মলমটা মাখাচ্ছি। ………কিন্তু ব্যাথা তো কমছে না!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন